সাধারণ ইসলামি জ্ঞান
মনে করুন আপনি দেশের প্রেসিডেন্টের আমন্ত্রিত অতিথি। আপনাদের সামনে খাঞ্চা ভরা উৎকৃষ্ট মানের খাবার রাখা হয়েছে, যা প্রেসিডেন্ট তার নিজস্ব খাস রাধুনিদের দ্বারা তৈরী করিয়েছেন। পোলাও, কোরমা, কাবাব, রোস্ট, বিরিয়ানি। এক কথায় আপনাদের সবার প্রিয় সকল খাবার এখন সামনে। জিহ্বা লকলক করছে খাবার গুলো দেখে। এমনকি সব খাবার গুলো শুধুই আপনাদেরই জন্য। আপনারা খাবার খাওয়ার জন্য দস্তরখানা বিছিয়ে বসে গেলেন খেতে।প্রেসিডেন্টের একান্ত দাসেরা সেই খাবার পরিবেশন করছে। সকল পরিবেশনা সম্পন্ন। এখন খাবার শুরুর অপেক্ষা। এমন সময় প্রেসিডেন্ট ঘোষণা করলেনঃ “সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ! আপনারা খাওয়া শুরু করার আগে একটু সাবধানবাণী শুনাচ্ছি। আমার কোন এক দাসের একটু অসাবধানতায় কোন একটি খাঞ্চায় সামান্য একটু বিষ মিশে গিয়েছে। যা উৎঘাটন করা যায় নি। তাই আপনাদের মধ্যে থেকে দয়া করে কেউ একজন দস্তুর খানা থেকে উঠে পড়ুন। আর বাকী অতিথিবৃন্দেরা খাওয়া শুরু করুন। মনে রাখবেন খাওয়া শেষ না করে কেউ উঠে গেলে আমি অপমানিত হব।”
তো, আপনারা কি প্রেসিডেন্টের অপমানের কথা ভেবে ওই খাবার গ্রহণ করবেন? না প্রেসিডেন্টকে উন্মাদ বলে আখ্যায়িত করে ওই দাওয়াতী অনুষ্ঠান ত্যাগ করবেন?
যদি ওই দাওয়াতী অনুষ্ঠান ত্যাগ করে থাকেন তবে প্রশ্ন থাকবেঃ “কেন ওই অনূষ্ঠানের খাবার গ্রহণ করলেন না? সামান্য একটু বিষ খেলে আপনার কি এমন ক্ষতি হতো, যে কারনে দেশের প্রেসিডেন্টকে অপমানিত করলেন?”
যাহ! আমাকেই উন্মাদ বানিয়ে দিলেন? এবার একটু চিন্তা করুন, একজন প্রেসিডেন্টের দাওয়াতের খাবারের কোন একটি মাত্র খাঞ্চায় সামান্য একটু বিষ মিশে গিয়েছে, যাতে সব খাবারে বিষক্রিয়া হয়ে যায় নি। অথচ আপনারা সেই সব খাবার সন্দেহের বশে বাতিল করে দিলেন। অথচ আল্লাহ তায়ালা আমাদের সম্মানেই, আমাদের সামনে দুই ধরণের খাবারই দিয়ে বলে দিলেন “এই খাবারে বিষ (পাপময়), আর ওই খাবার ভাল (পূণ্যময়)।”
তারপরও আমরা জেনে বুঝে কি ভাবে সেই বিষময় অখাদ্য অবলিলায় খেয়েই চলছি? তাহলে আমরা কি করে বেঁচে থাকবো(জান্নাত পাবো)?
আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন।


No comments