কাসিদায়ে শাহ নিয়ামত উল্লাহ(রহঃ)
কাসিদায়ে শাহ নিয়ামত উল্লাহ(রহঃ)
শাহ নিয়ামত উল্লাহ (রহঃ) এর কাসিদার বাংলা ভার্সন। সহজ ও সাবলিল ভাষার লিখিত। মূল কাসিদার অর্থ সঠিক রেখে কিছু সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করা হয়েছে। ব্যাখ্যা না পড়লেও বুঝতে কষ্ট হবে না ইনশাআল্লাহ
প্যারাঃ ১
পিছনে রাখিলাম যত কাহিনী ভারতের
বলিবো কিছু কথা অজানা ভবিষ্যতের
প্যারাঃ ২
দ্বিতীয় দফায় আবার শাসনভার আসিবে তুর্কী মুঘলদের
শাসনের নামে চলিবে কিছু অন্যায় ও জুলুমের
প্যারাঃ ৩
বিলাস ভোগ আর আনন্দের সাথে কাটিবে জীবন তাদের
ভুলিতে তাদেরই শান আর না রহিবে বুঝ ঈমানের
প্যারাঃ ৪
ঈমানের কমজোরী আর বিলাসী জীবনের ধারা
বিদেশী বেনিয়াদের হাতে তাই হবে ক্ষমতা হারা
প্যারাঃ ৫
এরই কিছুদিন বাদে বাধিবে যুদ্ধ জাপান রাশিয়ায়
পর্যদুস্ত হবে রাশিয়া জাপান করিবে যুদ্ধ জয়
প্যারাঃ ৬
যুদ্ধ শেষে মিলিয়া তারা কিছু এলাকার লইবে দখল
উপরে থাকিবে সহজ সরল ভিতরে থাকিবে ছল
প্যারাঃ ৭
একই সময়ে ডারতে তখন প্লেগ নামক দুর্যোগ
বাড়ায়ে দিবে সাধারণ জনগণের মহাদুর্ভোগ
প্যারাঃ ৮
এরই পরে আসিবে এক আজাব ভূমিকম্প
জাপানের তাতে ক্ষতি হবে বেশুমার উঠিবে থরকম্প
প্যারাঃ ৯
চার বছর ব্যাপী মহাযুদ্ধ এক বাধিবে তখন ধরায়
জাপান-জার্মান হারিবে তথায় আমেরিকানদের ছলনায়
প্যারাঃ ১০
বহুদেশে সে যুদ্ধে ক্ষতির পরিমাণ হবে অগণিত
এক কোটি ত্রিশ লক্ষ নর-নারী-শিশু হবে নিহত
প্যারাঃ ১১
যুদ্ধ বন্ধে হবে এক চুক্তি মানিয়া লইবে সবাই
ভঙ্গ করিবে সেই চুক্তি আবার এক গভীর ছলনায়
প্যারাঃ১২
গোপনে তারা লইবে আবার যুদ্ধের আয়োজন
দুপক্ষই মাঝে মাঝে করিবে তখন মহা যুদ্ধের ভান
প্যারাঃ ১৩
জাপান ও মহাচীন এই সময়ে তারা লিপ্ত থাকিবে যুদ্ধে
ভারতীয় নাসারা গোপনে তারা আমেরিকার পক্ষ নিবে
প্যারাঃ ১৪
প্রথম বিশ্ব যুদ্ধের ঠিক একুশ বছর পর
বাধিবে ধরায় যুদ্ধ এক নাম তার দ্বিতীয় মহাসমর
প্যারাঃ ১৫
ভারত এই যুদ্ধে তখন এক পক্ষকে দিবে সহায়তা
বিনিময়ে তারা কিছুই পাবেনা অবস্থা হইবে যা তা
প্যারাঃ ১৬
আধুনিক বিজ্ঞান হইবে তখন উন্নত সর্বাধিক
তৈরী করিবে মহা অস্ত্র এক নাম তার অনবিক
প্যারাঃ ১৭
অদৃশ্য শক্তির যন্ত্র এক বানাবে তারা নিকটে আনিবে দুর
পশ্চিমে বসিয়াই শুনিতে পাইবে পূর্ব দেশের খবর
প্যারাঃ ১৮
মিলিত হইবে আমেরিকা আর বৃটিশ দুই মহদয়
যোগ দিবে সেথায় চীন ও রাশিয়া করিতে ভূবন জয়
প্যারাঃ ১৯
ছুটিয়া আসিবে ইটালী সেথায় কোনঠাসা জার্মানী-জাপান
মারিবে আনবিক বোমা গুলো তারা অসাধারণ দৃঢ়তায়
প্যারাঃ ২০
ছয় বছরের অসম যুদ্ধে ফল হবে ভয়াবহ
মরিবে সেথায় অগণিত মানুষ ধন সম্পদ সহ
প্যারাঃ ২১
মহাধ্বংসের এ যুদ্ধ যখনই হইবে শেষ
বিদেশী বেনিয়া শাসক দল ছাড়িবে ভারত বেশ
কিন্তু তারা চলে গেলেও এদেশ থাকিল তাদের আইন
যারই বিষে আজ মুসলিম সকল হইলো একতাহীন
প্যারাঃ ২২
ভারত ভাঙ্গিয়া হবে দুই ভাগ নেতাদের শঠতায়
মহা দুর্ভোগে পড়িবে মুসলিম দেশ মুশরিক ছলনায়
প্যারাঃ ২৩
জন বিচ্ছিন্ন নাদান শাসক পাইবে শাসন ভার
ক্ষমতাকে করিবে পৈতৃক ধন কানুন থাকিবেনা আর
প্যারাঃ ২৪
ঘুষ-দুর্নীতি ক্ষমতার দাপট নীতিহীনতার ফলে
আল্লাহর আইন চলবেনা সেখানে কুরআন যাবে রসাতলে
প্যারাঃ ২৫
আফসোস করেই বিদায় নিবেন যত জ্ঞানী আর আলেম গণ
মুর্খ বেকুফ নাদানের দল করবে আস্ফালন
প্যারাঃ ২৬
রাসুল (সাঃ) এর উম্মত সকলে ভুলিবে ইসলামী শান
মহাপাপ অশ্লীলতা আর পঙ্কিলতায় ডুবিবে মুসলমান
প্যারাঃ ২৭
এমনি করিয়াই শেষ হয়ে যাবে ছোটদের স্নেহ বড়দের সন্মান
লুন্ঠিত হবে সন্মানিতের সন্মান আর গরিবের জান
প্যারাঃ ২৮
কি হালাল আর কি হারাম থাকিবেনা বাছবিচার
খেলার সামগ্রী ভাববে নারীদের মাথা খেয়ে লজ্জার
প্যারাঃ ২৯
পশুরও অধম হইবে তাহারা ভাই-বোন মা-বেটায়
যেনা ব্যাভিচারে হইবে লিপ্ত পিতা তার কন্যায়
প্যারাঃ ৩০
নগ্নতা আর অশ্লীলতায় দেশ সমাজ আর ঘর
মিথ্যা সতির অভিনয়ে থাকবে তারা কাজ করবে বেশ্যার
প্যারাঃ ৩১
সমাজের পতি সাধু সেজে রবে ভিতরে নাড়িবে কল
নারী দেহ নিয়ে করিবে ব্যবসা শয়তানেরই দল
প্যারাঃ ৩২
নামাজ রোজা হজ্ব ও যাকাতের থাকবেনা আর আগ্রহ
ধর্মীয় কাজে আসবে বাধা মনে হবে বোঝা দুর্বিষহ
প্যারাঃ ৩৩
কলিজার রক্ত ঝড়ায়ে বলি ওহে বৎসগণ
আল্লাহর রাহে ভুলে যাও যত মুশরীক নাসারা আচরণ
প্যারাঃ ৩৪
পশ্চিমা যত অশ্লীল কালচার নগ্নতা আর বেহায়াপনা জীবন
ডুববে তোমরা হঠাৎ আসবে আল্লাহর গজবের ফরমান
প্যারাঃ ৩৫
ধন মান আর জীবন যাবে মুশরিক হিন্দুর হাতে
হইবে বেহাল ছেড়ে দেবে দেশ ভাসিবে রক্তপাতে
প্যারাঃ ৩৬
মুসলমানের ধন জান ও মান হবে খেলনা মূল্যহীন
ভাসিবে রক্তস্রোতে তারা সাহায্য ও আশ্রয় বিহীন
প্যারাঃ ৩৭
হঠাৎ করেই শক্তিধর হবে মুসলিম দখলে আসিবে পাঞ্জাব
মুসলিমের হাতে আসিবে তথায় ধন-সম্পদ সব
প্যারাঃ ৩৮
প্রতিরোধে তারা হারাবে একটি বড় মুসলিম এলাকা
সেখানের যত ধন-সম্পদ নিয়ে করে দিবে ফাকা
প্যারাঃ ৩৯
হত্যা আর ধ্বংস যজ্ঞ নিবে প্রতিশোধ ভারি
ঘরে ঘরে আজ হবে কারবালা কান্না আহাজারী
প্যারাঃ ৪০
এসকল হবে মুসলিম এক নেতার ক্ষমতার শঠতায়
মদদ করিবে মুশরিককে এক পাপ চুক্তির উসিলায়
প্যারাঃ ৪১
প্রথম অক্ষর হইবে “শ” সেই মুসলিম নামধারীর নামে
শেষ অক্ষর হইবে “ন” জেনে রাখ এই ক্ষণে
দখল করিবে এলাকা তারা দুই ঈদের মাঝখানে
ধিক্কার দিবে মুসলিম যত নেতা রবে সঙ্গোপনে
প্যারাঃ ৪২
মহররম মাসে অস্ত্র হাতে তুলে নিবে মুসলমান
ঝঞ্ঝার বেগে প্রতিরোধে তারা করিবে আক্রমন
প্যারাঃ ৪৩
শুরু হইবে ভারত ব্যাপিয়া এক প্রচন্ড যুদ্ধের আয়োজন
যোগ্য এক নেতা এসে সেথায় করবেন জিহাদের বজ্রকঠিন পণ
প্যারাঃ ৪৪
সৌভাগ্যশালী এক আল্লাহর বান্দা হাতে নিয়ে হাতিয়ার
আল্লাহর সাহায্যে পড়বেন ঝাপিয়ে ময়দানে যুদ্ধের
প্যারাঃ ৪৫
কাপিবে মেদিনী বীর শহীদ-গাজীদের পদভারে
ভারত পানে এগিয়ে যাবে তারা মহাযুদ্ধের হুঙ্কারে
প্যারাঃ ৪৬
বিশ্বজয়ী বীর সেনানী আসবে ধেয়ে মুশরিক ছাড়বে পথ
যুদ্ধ জিতিয়া বিজয় পতাকা উড়াবেন পত পত
প্যারাঃ ৪৭
মিলিবেন তারা মুসলিম ফৌজ ইরান-খোরাসান
বিজয় করিয়া আনিবে কব্জায় ভূভারত-হিন্দুস্তান
প্যারাঃ ৪৮
ধ্বংস করে দেয়া হবে যত ইসলামের দুশমন
হইবে তখন ধরনী বুকে আল্লাহর রহমত বর্ষণ
প্যারাঃ ৪৯
দ্বীনের শত্রু ছিল শুরুতে ছয় অক্ষরে তার নাম
নামের শুরুতে তার থাকবে “গ” কবুল করিবে ইসলাম
প্যারাঃ ৫০
মহান আল্লাহর খাস রাহমাতে হইবে মুমিনেরা খোশদীল
হিন্দুয়ানী কোন রসম রেওয়াজ এদেশে থাকবেনা এক তিল
প্যারাঃ ৫১
ভারতের মত সারা বিশ্বে ঘটিবে বিপর্যয়
তৃতীয় বিশ্বযুদ্ধে সকল প্রযুক্তির হবে লয়
প্যারাঃ ৫২
এই যুদ্ধে আমেরিকা হবে এরুপ পয়মাল মিসমার
মুছে যাবে দেশ ইতিহাসে শুধু নামটি থাকিবে তার
প্যারাঃ ৫৩
যত অপরাধ একটু করে জমেছে হিসাবে তার
শাস্তি তার হবেই হবে এতটুকু পাবে না ছাড়
কুদরতি হাতে আল্লাহ তাদের দিবেন কঠিন দন্ড
পৃথিবীর বুকে শীর তুলে আর করবে না কর্মকান্ড
প্যারাঃ ৫৪
যেসকল পাপি দুনিয়ার বুকে পাপকে করিল বপন
জাহান্নাম তাদের শেষ ঠিকানা করিয়া লইবে আপন
প্যারাঃ ৫৫
রহস্যভেদ করিলাম আমি গায়েবী মদদ লোভীয়া
ভবিষ্যতে অনেক লাগিবে কাজে ঠিক মত নিও ভাবিয়া
প্যারাঃ ৫৬
অতি সত্ত্বর মহান আল্লাহর সাহায্য পাইতে চাও
আল্লাহর হুকুম বাস্তবায়নে এখনি নামিয়া যাও
প্যারাঃ ৫৭
কানা দাজ্জাল যে সালে নিজেকে করিবেন প্রকাশিত
ঈমাম মাহদি (আঃ) সে সালেই তিনি হইবেন আবির্ভুত
প্যারাঃ ৫৮
চুপ হয়ে যাও ওহে নিয়ামত এগিও না আর সামনে
প্রকাশ ঘটাইও না আল্লাহর গায়েবি খবর রেখে দাও তা মনে
এ কবিতা লেখা শেষ করিলাম ইংরেজি ১১৫৮ সনে।







No comments